Main Menu

উপকূল এক্সপ্রেসে ছিনতাইকালে ব্রাহ্মণবাড়িয়ায় ২ নারী আটক

+100%-

আখাউড়া রেলওয়ে স্টেশনের আন্তঃনগর উপকূল এক্সপ্রেস ট্রেনে ছিনতাইকালে দুই নারীকে আটক করেছ পুলিশ। আজ শুক্রবার সকালে আদালতের নির্দেশে তাদের ব্রাহ্মণবাড়িয়া কারাগারে পাঠানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় তাদের আটক করা হয়।

আটকরা হলেন হবিগঞ্জ সদর উপজেলার ওসাইল্লা গ্রামের মো. রহিম মিয়ার স্ত্রী সাফিয়া আক্তার ও একই এলাকার আদিস মিয়ার স্ত্রী নাসিমা আক্তার।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, বিমল চন্দ্র চৌধুরী নামে এক ব্যক্তি ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে তার বোন ও ভগ্নিপতিকে তুলে দিতে যান। এ সময় ভিড়ের মধ্যে তার বোনের গলা থেকে স্বর্ণের চেইন ছিনিয়ে পালানোর চেষ্টাকালে আন্তঃনগর উপকূল এক্সপ্রেস ট্রেনের যাত্রীদের সহযোগিতায় ওই দুই নারীকে আটক করা হয়।

আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলিম শিকদার বলেন, ‘ওই দুই নারী ছিনতাই চক্রের সক্রিয় সদস্য। তাদের কাছ থেকে ছিনতাই হওয়া স্বর্ণের চেইনটি উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আখাউড়া রেলওয়ে থানায় আগের চারটি ছিনতাই মামলা রয়েছে।’






0
0Shares