Main Menu

আগামী ৫ জুলাই বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়া শিল্পী সংসদের শিল্পী সম্মিলন ও সাংস্কৃতিক অনুষ্ঠান

+100%-

ব্রাহ্মণবাড়িয়া শিল্পী সংসদের উদ্যোগে আগামী ৫ জুলাই ২০১৮ খ্রিষ্টাব্দ বৃহস্পতিবার সন্ধ্যা ৬-৩০ মিনিটে শিল্পী সম্মিলন ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান স্থানীয় সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খা পৌর মিলনায়তনে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন ব্রাহ্মণবাড়িয়া পৌর সভার মেয়র মিসেস নায়ার কবীর। বিশেষ অতিথি থাকবেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সাধারণ সমপাদক বীর মুক্তিযোদ্ধা আল-মামুন সরকার।

লায়ন্সের সাবেক জেলা গভর্নর, স্ট্যান্ডার্ড ব্যাংক লিঃ এর উদ্যোক্তা পরিচালক লায়ন ফিরোজুর রহমান ওলিও,ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ডা, মোঃ আবু সাঈদ। অনুষ্ঠানে শিল্পী সংসদের শিল্পীদের সঙ্গীত,মাদকবিরোধী র্কাযক্রমে একাত্মতায় গণসঙ্গীত, রুহুল আমীন সেলিম যাদুকরের যাদু, শেখ মাহবুবুর রহমানের মুকাভিনয় পরিবেশিত হবে। উক্ত অনুষ্ঠানে সকলে শিল্পী সংসদেও পক্ষে আমন্ত্রণ জানিয়েছেন সংসদের আহবায়ক আল আমীন শাহীন ।