সৌদি আরবের মিনায় পদদলিত হয়ে মারা গেছেন কসবার গোলাম মোস্তফা:: মান্দারপুর গ্রামে শোকের ছায়া
![+](http://brahmanbaria24.com/wp-content/plugins/zoom-widget/elements/images/1/plus.png)
![100%](http://brahmanbaria24.com/wp-content/plugins/zoom-widget/elements/images/1/100.png)
![-](http://brahmanbaria24.com/wp-content/plugins/zoom-widget/elements/images/1/minus.png)
কসবা উপজেলা প্রতিনিধি:: শোকে স্তব্দ কসবার কসবার বাদৈর ইউনিয়নের মান্দারপুর গ্রাম। এ গ্রামের দক্ষিনপাড়ার গোলাম মোস্তফা খালেক(৫৫)। গত ২৪ শে সেপ্টেম্বর হজ্জে পদদলিত হয়ে মারা যান। আহত হন তার স্ত্রী রওশনআরা। মৃত্যুর খবর পাওয়ার পর থেকে গোলাম মোস্তফার ঢাকার বাসা ও গ্রামের বাড়িতে নেমে আসে শোকের ছায়া। রেল কর্মচারী গোলাম মোস্তফা পরিবার নিয়ে ঢাকার আশকোনায় বসবাস করতেন।
তার ছেলে ইয়াছিন জানান ঐদিন বিকেলে মোয়ালেমের মাধ্যমে খবর পান তার পিতা মারা গেছেন বলে। ইয়াছিন জানান- তারা ঢাকায় বসবাস করেন। খবর পাওয়ার থেকে সবাই কান্নাকাটি করছেন। গ্রামে তাদের আত্বীয় স্বজনরা রয়েছে। ইয়াছিন জানান- তাদের মায়ের সঙ্গে তাদের কথা হয়েছে। খবর পেয়ে আত্বীয় স্বজনরা আসছেন স্বান্তনা দিতে। ঢাকার বাসায় দোয়া,কোরানখতম আদায় করা হচ্ছে। গ্রামের মানুষও শোকাচ্ছন্ন। গোলাম মোস্তফার ২ ছেলে ও ২ মেয়ে রয়েছে।
নিগত মোস্তফার চাচাত ভাই জিতু মিয়া ও ভাতিজা নজরুল ইলাম জানান, গ্রামের মানুষও শোকাচ্ছন্ন।