সরাইলে গৃহবধূ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন :: মহাসড়ক অবরোধ
মোহাম্মদ মাসুদ, সরাইল প্রতিনিধি ॥ সরাইলে নিলুফা আক্তার তনু (২০) হত্যার বিচারের দাবিতে গত সোমবার সকাল ১০ টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলা সদরের কুট্টাপাড়া মোড় এলাকায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
সরাইল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সাবেক সাধারণ সম্পাদক রফিক উদ্দিন ঠাকুরের নেতৃত্বে মানববন্ধনে কয়েক শ নারী পুরুষ অংশ নেন। বেলা সাড়ে ১১ টার দিকে মানববন্ধনের শেষ পর্যায়ে এক দল উচ্ছৃঙ্খল যুবক মহাসড়ক অবরোধ করে বেশ কিছু যানবাহন আটকে দেন।
পুলিশ, গ্রাসবাসী সূত্র জানায়, গত ১০ মে সরাইল উপজেলা সদরের উচালিয়াপাড়া গ্রামের চাঁন মিয়া মুন্সির মেয়ে নিলুফা আক্তারের সঙ্গে একই উপজেলার শাহবাজপুর ইউনিয়নের দীঘিরপাড় গ্রামের আহাদ আলীর ছেলে আহাম্মদ আলীর বিয়ে হয়। ২২ আগস্ট সকালে পুলিশ স্বামীর বাড়ি থেকে নিলুফার লাশ উদ্ধার করে। ২৩ আগস্ট নিলুফার বড় ভাই কাইয়ুম মিয়া (৩০) বাদী হয়ে আহাম্মদ আলীকে প্রধান আসামি করে ছয় জনের বিরুদ্ধে সরাইল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
নিলুফার পরিবারের লোকজন অভিযোগ করে আসছে যৌতুকের জন্যই অন্তঃত্তা নিলুফাকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করেছে স্বামী ও তাঁর পরিবারের লোকজন।
মামলার তদন্ত কর্মকর্তা সরাইল থানার এসআই মাজহারুল ইসলাম বলেন, গত এক আগস্ট নিলুফার ময়না তদন্তের প্রতিবেদন আমরা পেয়েছি। ওই প্রতিবেদনে নিলুফার মৃত্যুকে আত্মহত্যাজনিত বলে উল্লেখ করা হয়েছে।
কাইয়ুম মিয়া ক্ষোভের সাথে বলেন, ময়না তদন্তের প্রতিবেন আমরা মানি না। আমরা ময়না তদন্তের সঠিক প্রতিবেদন চাই।
রফিক উদ্দিন ঠাকুর বলেন আমরা শুধু মানববন্ধন করেছি। এক পর্যায়ে কিছু উচ্ছৃঙ্খল যুবক মহাসড়ক অবরোধ করেছে। যা মোটেও উচিত হয়নি।
সরাইল থানার ওসি রুপক কুমার সাহা এক গৃহবধূর হত্যার বিচারের দাবিতে মানববন্ধন শেষে কিছু যুবক মহাসড়ক অবরোধের চেষ্টা হরেছিল। অবরোধ হয়নি।
পূর্বের খবর
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ২১ আগস্ট রোববার রাতে এক গৃহবধুর রহস্যজনক মৃত্যু । রোববার দিবাগত রাত ১০ টার দিকে উপজেলার শাহবাজপুর গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের লাশ উদ্ধার করে ২২ আগস্ট সোমবার সকালে জেলা সদর মর্গে প্রেরণ করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, সরাইল উপজেলার উচালিয়া পাড়া গ্রামের চান মিয়ার মেয়ে নিলুফা আক্তার (২০) এর সাথে চার মাস আগে একই উপজেলার শাহবাজপুর দিঘির পাড় এলাকার মৃত আহাদ আলীর ছেলে আহাম্মদ আলীর (২৪) সাথে বিয়ে হয়। বিয়ের দু‘মাস পর থেকে বিদেশ যাওয়ার কথাবলে দুই লাখ টাকা যৌতুকের জন্য নিলুফার উপর নির্যাতন শুরু করে তার শ্বশুর বাড়ির লোকজন। এরই জের ধরে রোববার সন্ধ্যায় নিলুফার শ্বশুর বাড়ির লোকজন তাকে শ্বাসরোধ করে হত্যা করে।
নিহতের উকিল মা জানান, সন্ধায় নিলুফার স্বামী আমাকে ফোন করে বলেন আপনার মেয়ে অসুস্থ , আপনারা দ্রুত আসেন। এরপর আমরা ওদের বাসায় গিয়ে দেখি নিলুপার লাশ মেঝেতে পড়ে আছে।
নিহতের বড় ভাই কাইযুম ও বোন রুবি জানান, তার স্বামী তাকে মারপিট করে শ্বাসরোধ করে হত্যা করে ঘরের মেঝেতে রেখে পালিয়ে গেছে।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুপক কুমার সাহা জানান, লাশ উদ্ধার করে জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে । এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দেয়া হলে ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।