Main Menu

নাসিরনগরে হিলিপ প্রকল্পের প্রশিক্ষণ

+100%-

SAM_4046প্রতিনিধি,নাসিরনগর:: ব্রাক্ষণবাড়িয়ার নাসিরনগরে হাওয়র অঞ্চলের অবকাঠামো ও জীবন মান উন্নয়ন (হিলিপ) প্রকল্পের প্রশিক্ষণ রবিবার নাসিরনগর সদর ইউনিয়নের মহাগঙ্গা খালপাড়ে অনুষ্ঠিত হয়। এলাকার দরিদ্র ১৫০জন নারী-পুরুষ প্রশিক্ষণে অংশ গ্রহণ করে। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন জেলা হিলিপ কর্মকর্তা মো: জাকির হোসেন, জেলা প্রকল্পকারী হিলিপ মো: আরমান রশিদ, জেলা প্রশিক্ষণ সমন্বয়কারী মো: জাকির হোসেন,সিআইসি মাহবুব আলম, এস-ও-ফিস মো: কামরুজ্জামান ও মো: মীর জাহান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী মো: রেজাউল ইসলাম, নাসিরনগর প্রেস ক্লাব সভাপতি সুজিত কুমার চক্রবর্তী,উপজেলা সমন্বয়কারী মো: আব্দুল আওয়াল প্রমুখ। জানা যায় উক্ত প্রশিক্ষাণার্থীদের মাধ্যমে নাসিরনগরে মহা গঙ্গা খালের ২ কি:মি খাল খনন করা হবে।






Shares