Main Menu

শ্রমিকদের কল্যাণেকাজ করতে হবে

+100%-

ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল প্রাঙ্গণে জেলা এ্যাম্বুলেন্স শ্রমিক ইউনিয়ন কমিটি গঠন নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা এ্যাম্বুলেন্স মালিক সমিতির সহ সভাপতি মোঃ কাশেম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য হাজী মাহমুদুল হক ভূইয়া। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সরকারী কলেজের সাবেক ভিপি ও জেলা আওয়ামী লীগ নেতা মোঃ জায়েদুল হক, জেলা আওয়ামী লীগ নেতা কাছন মিয়া প্রমুখ। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা এ্যাম্বুলেন্স মালিক সমিতির সাবেক সভাপতি রফিকুল ইসলাম, রনি আহমেদসহ এ্যাম্বুলেন্স শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ। সভা পরিচালনা করেন জেলা এ্যাম্বুলেন্স মালিক সমিতির সাধারণ সম্পাদক রাজিউল হাসান পিয়াল। সভায় প্রধান অতিথির বক্তব্যে হাজী মাহমুদুল হক ভূইয়া বলেন, ঐক্যবদ্ধভাবে শ্রমিক মালিক সমন্বয়ে শ্রমিকদের কল্যাণেকাজ করতে হবে। তিনি এ সময় সকলের উদ্দেশ্যে বলেন, কোন চাঁদাবাজকে প্রশয় দিবেন না। যদি কেউ চাঁদাবাজদের মদদ দেয় তাহলে তাদেরকে ছাড় দেওয়া হবে না। আপনারা জানেন ব্রাহ্মণবাড়িয়ার মাঠি ও মানুষের নেতা সদর আসনের সংসদ সদস্য র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরী কোন চাঁদাবাজ, দুর্নীতিবাজ ও সন্ত্রাসীদেরকে আশ্রয়-পশ্রয় দেন না। আমি সংসদ সদস্যের অনুমতি নিয়ে আপনাদের মাঝে এসেছি এবং আমি আপনাদের সুখ দুঃখে কথা আমাদের প্রাণপ্রিয় নেতাকে অবহিত করব। নেতার পরামর্শ নিয়ে আপনাদের কল্যাণে যা করা যায়, আমাদের তরফ থেকে আমরা করে যাবো। পরে অতিথিবৃন্দ শহরের মুন্সেফপাড়ায় এ্যাম্বুলেন্স ষ্ট্যান্ডের উদ্বোধন করেন।






Shares