Main Menu

বাঞ্ছারামপুরে প্রবাসীর স্ত্রী ও দুই সন্তানকে গলা কেটে হত্যা:: জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে ৩ জনকে

+100%-

বাঞ্ছারামপুর উপজেলায় বসতঘরে ঢুকে এক নারী ও তার দুই শিশুসন্তানকে কুপিয়ে ও শ্বাসরোধে হত্যার ঘটনায় আটক হয়েছেন তিনজন। মঙ্গলবার (১৭) বেলা ৩টার দিকে উপজেলার আইয়ুরপুর ইউনিয়নের চর-ছয়ানি গ্রাম থেকে তাদের আটক করে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) ও অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।তাদের জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে।

আটককৃতরা হলেন নিহতদের প্রতিবেশী সুমন ও সবুজ এবং তানজিনা আক্তার। আটক সবাই নিহতদের নিকট আত্মীয়। বিষয়টি নিশ্চিত করেছেন বাঞ্ছারামপুর মডেল থানার ওসি নূরে আলম।

ঘটনার দ্রুত বিচার দাবি করেছেন নিহত জেকিয়ার শ্বশুর সুলতান মিয়া। তিনি বলেন, ‘আমার কলিজার টুকরা দুই নাতি এবং মেয়ের মতো জেকিয়াকে যারা হত্যা করছে তাদের ফাঁসি চাই।’

এর আগে বসতঘর থেকে প্রবাসী শাহ আলমের স্ত্রী জেকি আক্তার ও তাদের দুই শিশুসন্তানের মরদেহ উদ্ধার করে পুলিশ। মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার আইয়ুবপুর ইউনিয়নের চর-ছয়ানি দক্ষিণপাড়ায় ঘরের দরজা ভেঙে মরদেহগুলো উদ্ধার করা হয়। স্ত্রী ও দুই সন্তানের হত্যার খবরে বাংলাদেশের উদ্দেশে রওনা হয়েছেন সৌদি আরব প্রবাসী শাহ আলম।

নিহতরা হলেন সৌদি প্রবাসী শাহ আলমের স্ত্রী জেকি আক্তার, তার ১৪ বছর বয়সি বড় ছেলে মাহিন ও ৭ বছর বয়সি ছোট ছেলে মহিন।


Shares