Main Menu

Tuesday, January 9th, 2024

 

নবীনগরে পানিতে ডুবে খালা ভাগিনীর মর্মান্তিক মৃত্যু 

মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়নের কনিকাড়া গ্রামে গতকাল মঙ্গলবার দুপুরে পানিতে ডুবে খালা ভাগিনীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। তারা হচ্ছে কনিকাড়া গ্রামের তাজুল ইসলামের মেয়ে সায়মা ও কসবা উপজেলার কুডি গ্রামে ইব্রাহিম মিয়ার মেয়ে ইলমা। নিহত সায়মার মা জুহেরা বেগম জানান, দুপুরে ইমলা(৬) ও তার খালা সায়মা(১২) বাড়ি পাশ্ববর্তী পুকুরে গোছল করতে গিয়ে ইলমা পানিতে পড়ে  ডুবে যায়। তাকে বাঁচাতে সায়মাও পানিতে লাফ দেয়। সাঁতার না জানার কারনে তারা তীরে আসতে পারেনি। নবীনগর থানার ওসি মাহাবুব আলম বলেন, পানিতে ডুবে দুইটি শিশু মারা যাওয়ার খবর পেয়েছি।


হাজার হাজার মানুষের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন উবায়দুল মোকতাদির চৌধুরী

হাজার হাজার মানুষের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন ব্রাহ্মণবাড়িয়া-৩ সদর আসন থেকে টানা চতুর্থবারের মতো বিপুল ভোটে নির্বাচিত আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। সোমবার সকাল থেকে নিজ বাড়ি শেকড়, শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বর, ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয় ও জেলা আওয়ামী লীগ কার্যালয়ে দিনভর সাধারণ মানুষ, সুশীল সমাজ ও দলীয় নেতাকর্মীরা স্বত:স্ফূর্তভাবে উপস্থিত হয়ে প্রিয় নেতা ও অভিভাবককে ফুলেল শুভেচ্ছা জানান। ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগ, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা, সদর উপজেলা, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ, সরকারি মহিলা কলেজ, ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল কর্তৃপক্ষ, ব্রাহ্মণবাড়িয়া পৌর কলেজ,বিস্তারিত


৩ দিন বন্ধের পর আখাউড়া স্থলবন্দরে আমদানি-রফতানি শুরু

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে টানা তিনদিন বন্ধ থাকার পর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে আবারও পণ্য আমদানি-রফতানি শুরু হয়েছে। মঙ্গলবার (৯ জানুয়ারি) সকাল থেকে আমদানি-রফতানি কার্যক্রম স্বাভাবিক হয় দেশের অন্যতম বৃহৎ এ স্থলবন্দর দিয়ে। তবে বন্ধের সময় বন্দর দিয়ে দুইদেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক ছিল বলে জানিয়েছে স্থলবন্দরের ইমিগ্রেশন কর্তৃপক্ষ। আখাউড়া স্থলবন্দরের আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জানান, সংসদ নির্বাচন উপলক্ষে গত ৬-৮ জানুয়ারি পর্যন্ত তিনদিনের ছুটি ঘোষণা করা হয়। ছুটি শেষে আজ মঙ্গলবার সকাল থেকে যথারীতি আমদানি-রফতানি কার্যক্রম শুরু হয়েছে। উল্লেখ্য, আখাউড়া স্থলবন্দর দিয়ে প্রতিদিন ভারতের উত্তর-পূর্ব রাজ্যগুলোতেবিস্তারিত


কসবা উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষনা করলেন কুটি ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান স্বপন

কসবা প্রতিনিধি ॥ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের পরদিন আনুষ্ঠানিকভাবে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষনা করলেন কুটি ইউপি চেয়ারম্যান, কুটি ইউনিয়ন আওয়ামী লীগ আহ্বায়ক, উপজেলা আওয়াম লীগ সহ-সভাপতি ও কসবাÑআখাউড়া ইউনিয়ন চেয়ারম্যান ফোরামের সভাপতি মোঃ সাইদুর রহমান স্বপন। সোমবার (৮ জানুয়ারি) বিকেলে কুটি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়নের শত শত সমর্থকদের উপস্থিতিতে এ ঘোষনা দেন তিনি। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ইউনিয়ন আওয়ামী লীগ সাবেক সিনিয়র সহ-সভাপতি ফারুক রেজা’র সভাপতিত্বে এবং ইউনিয়ন আওয়ামী লীগ যুগ্ম আহ্বায়ক মোস্তাক আহাম্মদের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা মহিলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক বিলকিস বেগম,বিস্তারিত