Main Menu

Monday, February 16th, 2015

 

Is democracy for life or for taking lives?

আগুনে পোড়া রোগীকে হাসপাতালে নেওয়ারপর শুধুপানি দিয়ে ঘসে ঘসে পোড়া চামড়া ওঠানো হয়।পোড়া চামড়া টেনে ওঠানোর সময় ঐচিৎকার যে একবার শুনবে, সে জীবনেওভুলতে পারবে না….এরপর ধুয়ে মুছে মলম লাগিয়ে গজব্যান্ডেজ মুড়ে বেডে এনে রাখা হয়।একদিন পর ড্রেসিং করা হয়।ড্রেসিংয়ের সময় পুরনো গজ-ব্যান্ডেজ খুলতে হয়। প্যাঁচখুলতে খুলতে যখন মাংসেরকাছাকাছি চলে আসে, তখন গজ আরখোলে না। কারন, গজ তখনপোড়া মাংসসহ চামড়ারসাথে আটকে থাকে। এই গজ খোলারজন্য পানিতে ভিজিয়ে রাখতে হয়।পানিতে ভিজিয়ে রেখেও লাভ হয় না।তখন মাংসসহ টেনে টেনেই গজব্যান্ডেজ খোলা হয়। ব্যান্ডেজেরকাপড়েরসাথে ছিঁড়ে ছিঁড়ে আসে পোড়া চামড়া,দগদগে মাংস।এরপর শুরু হয় ওয়াশ করা।বিস্তারিত


নাসির নগরে বিল নার্সারী ও মৎস্য অভয়াশ্রম বিষয়ক প্রশিক্ষণের উদ্ভোধন

মোঃ আব্দুল হান্নান,নাসির নগর ,ব্রাক্ষনবাড়িয়াঃ সোমবার সকাল দশ ঘটিকায় হতে বিকাল চার ঘটিকা পর্যন্ত  বাংলাদেশ সরকারের হাওড় অঞ্চলে  মৎস্য চাষ ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় বিল নার্সারী ও মৎস্য অভয়াশ্রম বিষয়ক  প্রশিক্ষণ কর্মশালা উপজেলা পরিষদ মিলনায়নে  সহকারী কমিশনার (ভুমি)সরকার আব্দুল্লা আল মামুন (বাবু)র সভাপতিত্বে  অনুষ্টিত হয় ।  এতে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন নাসির নগর উপজেলা পরিষদ চেয়ারম্যান এ টি এম মনিরুজ্জমান সরকার,বিশেষ অথিতি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান অঞ্জন কুমার দেব,মহিলা ভইস চেয়ারম্যান সৈয়দা হামিদা লতিফ পান্না,বাংলাদেশ সাংবাদিক সমিতি নাসির নগর উপজেলা শাখার সভাপতি সুজিত কুমার চক্রবর্তী, সাধারণবিস্তারিত