Main Menu

Thursday, August 21st, 2014

 

শোক মশিউর রহমান

ব্রাহ্মণবাড়িয়ার প্রবীণ সাংবাদিক, মুক্তিযোদ্ধা মো. মশিউর রহমান খান (৬৫) বুধবার রাত সাড়ে ১০টায় ওনার কাজীপাড়াস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। বৃহস্পতিবার বাদ জোহর ব্রাহ্মণবাড়িয়া জামিয়া ইউনুসিয়া মাদ্রাসা প্রাঙ্গনে মরহুমের নামাজে জানাজা শেষে উত্তর মৌড়াইল কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়। তাঁর মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়ার সাংবাদিকরা শোক প্রকাশ করেছেন।


শোক মশিউর রহমান

ব্রাহ্মণবাড়িয়ার প্রবীণ সাংবাদিক, মুক্তিযোদ্ধা মো. মশিউর রহমান খান (৬৫) বুধবার রাত সাড়ে ১০টায় ওনার কাজীপাড়াস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। বৃহস্পতিবার বাদ জোহর ব্রাহ্মণবাড়িয়া জামিয়া ইউনুসিয়া মাদ্রাসা প্রাঙ্গনে মরহুমের নামাজে জানাজা শেষে উত্তর মৌড়াইল কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়। তাঁর মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়ার সাংবাদিকরা শোক প্রকাশ করেছেন।


আশুগঞ্জে উপজেলা আ. লীগের মানববন্ধন

২১ আগস্টের গ্রেনেড হামলার প্রতিবাদ ও দোষীদের বিচার দাবিতে গতকাল বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গোলচত্বরে মানববন্ধন শেষে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। আওয়ামী লীগ নেতা হাজী মাহবুবুর রহমানের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন মো. হানিফ মুন্সি, মো. মিজানুর রহমান, মো. মোয়াজ্জেম হোসেন, মো. আলমগীর মুন্সি, জিয়া উদ্দিন খন্দকার, মো. নাজমুল হাসান, মো. আবু মুসা, মো. মাইনুল হক প্রমুখ।


নবীনগরে লাশ উদ্ধার

প্রতিনিধি : বৃহস্পতিবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আবদার আলী (৫৫) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার গোপালপুর গ্রামের দক্ষিণ পাড়ার মো. আমির হোসেনের ছেলে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে পাঠিয়েছে।পুলিশ জানায়, গত বুধবার সন্ধ্যা থেকে নিখোঁজ ছিলেন আবদার আলী। গতকাল সকালে বাড়ির কিছু দূরে লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। তবে তিনি কিভাবে মারা গেছেন সে বিষয়টি নিশ্চিত করে বলতে পারেনি পুলিশ।