Wednesday, June 26th, 2013
সরাইলে ভ্রাম্যমান আদালত : চার মাদক ব্যবসায়ীর সাজা ও জরিমানা
প্রতিনিধিঃসরাইলে দুই মাদক ব্যবসায়ী ও দুই সেবনকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে কালিকচ্ছের নন্দিপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল দুপুরে তাদেরকে ভ্রাম্যমান আদালতে হাজির করা হয়। আদালত তাদের বিভিন্ন মেয়াদে সাজা ও জরিমানা আদায় করে জেল হাজতে প্রেরন করেন। পুলিশ জানায়, গত মঙ্গলবার গভীর রাতে কালিকচ্ছ গ্রামের নন্দীপাড়া এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসা ও সেবনের দায়ে চার ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। ভ্রাম্যমান আদালতে নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ এমরান হোসেন মাদক ব্যবসায়ী ফজল মিয়া (৫৭) কে ছয় মাস ও শাহেদ আলী (৫০) কে এক মাসের সাজা দিয়ে জেলবিস্তারিত
সীমানা নিয়ে বিরোধের জেরে পিতা-পুত্রকে কুপিয়ে হত্যা
আখাউড়া উপজেলায় বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে ঘটা সংঘর্ষে প্রতিপক্ষের রাম-দার কোপে নিহত হয়েছেন পিতা-পুত্র। এছাড়া এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন। মঙ্গলবার রাত আটটার দিকে আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের ঘোলখার গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহতরা হলেন গোলাপ খান (৯০) ও তার পুত্র ঘোলখার উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র ইসমাইল খান (১৪)। গুরুতর আহত অবস্থায় গোলাপ খান ও তার পুত্রকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে মঙ্গলবার মধ্যরাতে তারা মারা যান। ধরখার পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক জানান, বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে ঘোলখার গ্রামের মৃত আজগর আলীর ছেলে আসমতবিস্তারিত