Main Menu

Saturday, June 8th, 2013

 

নবীনগরে পৃথক সংঘর্ষে দুই শিশু নিহত

প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া : জেলার নবীনগরে পৃথক সংঘর্ষে স্কুলছাত্রীসহ দুই শিশু নিহত হয়েছে। এসময় আহত হয়েছে আরও ১০ জন। শনিবার উপজেলার দোলাবাড়ি ও ভোলাচং গ্রামে এসব সংঘর্ষের ঘটনাগুলো ঘটে। নিহতেরা হলেন- দোলাবাড়ি গ্রামের সোহেল মিয়া (১০) ও ভোলাচং গ্রামের স্কুলছাত্রী মনি রাণী দেব (১৫)। তাছাড়া আহতদেরকে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। জানা যায়, উপজেলার দোলাবাড়ি গ্রামে পানি সেচের টাকা নিয়ে কুদ্দুস মিয়া ও শিশু মিয়ার সাথে বিরোধের জের ধরে শনিবার সকালে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে ঘটনাস্থলেই সোহেল মিয়া নামের এক শিশু নিহত হয়। এসময় আহত হয়েছেবিস্তারিত


অপরাধী গ্রেফতারে নাসিরনগর থানা পুলিশের সাফল্য

মোঃ আব্দুল হান্নান- নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:- ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানা পুলিশ উপজেলা ১৩টি ইউনিয়নের বিভিন্ন গ্রামের কুখ্যাত চোর, ডাকাত, খুনি, ধর্ষন ও অপহরনকারী বিভিন্ন অপরাধী গ্রেফতারে সক্ষম হয়েছে। এ সমস্ত অপরাধী গ্রেফতারে অনেকটা কমে গেছে এলাকার চুরি, ডাকাতি। সম্প্রতি পুলিশের অপরাধী গ্রেফতার অভিযানের ফলে এলাকার অনেক কুখ্যাত ও নামকরা চোর, ডাকাত গা ডাকা দিয়েছে। জানাগেছে ওসি মোঃ আব্দুল কাদের নাসিরনগর থানা যোগদানের পর থেকে তার চৌকষ অফিসারদের নিয়ে রাত দিন অপরাধীদের গ্রেপ্তারে বিশেষ অবধান রাখছে। যার ফলে কমে গেছে সরাইল নাসিরনগর মহাসড়কের ডাকাতি ও। থানা সূত্রে জানা গেছে গ্রেফতাকৃত খুনিবিস্তারিত


ভোলাচংয়ে প্রবাসীর বাড়িতে চুরি

এস.এ.রুবেল  নবীনগর প্রতিনিধি : নবীনগর উপজেলার ভোলাচং পালপাড়ায় গতকাল (৭/৬) রাতে দূধর্ষ চুরির ঘটনা ঘটে। নগদ টাকা, ¯¦র্ণালংকার,মোবাইল ফোন সেট সহ চুরিকৃত মালামালের আনুমানিক মূল্য ৪ লক্ষ টাকা হবে বলে জানান বাড়ির গৃহকর্তী।সূত্র জানায়, ভোলাচং পালপাড়ার স্বপন পালের বাড়িতে গতকাল আনুমানিক ২ টার দিকে চুরির ঘটনা ঘটে।উল্লেক্ষ্য গত ১ সপ্তাহে ভোলাচং এলাকায় প্রায় ২০ বাড়িতে চুরির ঘটনা সংঘটিত হয়। চুরির ঘটনায় এলাকাবাসী আতংকে আছে।


নবীনগরে তুচ্ছ ঘটনায় স্কুল ছাত্রী খুন

নবীনগর প্রতিনিধি: জমি সংক্রান্ত বিরোধ ও গাছ কাটাকে কেন্দ্র করে সৃষ্ঠ সংঘর্ষে  নবীনগরের ভোলাচং কর্মকার পাড়ায় ১ স্কুল ছাত্রী খুন ও ৩ জন আহত হয়েছেন। মৃতের নাম মনি দেঁ (১৫) সে ভোলাচং উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী ছিল।সূত্র জানায়,  আজ ৭/৬ সকালে এলাকার শুশীল কর্মকার গাছের ডাল কাটতে গেলে প্রতিবেশী মানিক দেঁ’র মধ্যে কথা কাটাকাটি হয়। তার রেশ ধরে সংঘর্ষ রূপ নেয়। সংঘর্ষ থামাতে  মানিক দেঁ’র স্কুল পরুয়া মেয়ে ছুটে আসলে প্রতিপক্ষের ব্যাটের আঘাতে মনি আহত হয়। তাৎক্ষনিক তাকে সদর হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে কুমিল্লায় প্রেরন করাবিস্তারিত