বৈধ হওয়ার সময় বাড়ানোয় সৌদি সরকারের প্রতি কৃতজ্ঞতা
আ.ন.ম. শাহপরান মিঠু, সৌদি থেকে: আকামা পরিবর্তনের মাধ্যমে অবৈধ বাংলাদেশিদের বৈধ হওয়ার সুযোগ আরও চার মাস বাড়ানোয় সৌদি আরবের সরকারের প্রতি কৃতজ্ঞা প্রকাশ করেছেন প্রবাসীরা। এ সিদ্ধান্তে প্রবাসী শ্রমিকরা আনন্দিত। মঙ্গলবার সৌদি সরকার আকামা পরিবর্তনের সময় বাড়ানোর সিদ্ধান্তের কথা জানায়। এতে ৩ নভেম্বর পর্যন্ত বৈধ হওয়ার সুযোগ পাবেন সৌদি আরবে কর্মরত বাংলাদেশিরা। এ জন্য কোনো জরিমানা দিতে হবে না তাদের। এর আগে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আকামা পরিবর্তনের সময় বাড়ানোর জন্য আবেদন করা হয়। সৌদি আরবে অবৈধভাবে কর্মরতদের বেশিরভাগ ভারত, পাকিস্তান, বাংলাদেশ, ফিলিপাইন, ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা, মিশর, নেপাল ও ইয়েমেনের নাগরিক। বৈধ হওয়ার সময় শেষ হলে সৌদি শ্রম এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেশটির বিভিন্ন রাজ্যে অবৈধ শ্রমিকদের গ্রেপ্তারে যৌথ অভিযান চালাবে বলে দেশটি সরকারের এক বিবৃতিতে জানান হয়েছে। |
« দক্ষিন আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে নিহত নবীনগরের বাসিন্দা মোসলেহউদ্দিন।। লাশের অপেক্ষায় পরিবার (পূর্বের সংবাদ)
(পরের সংবাদ) বর্ণবৈষম্যের শিকার অস্ট্রেলিয়ার প্রথম মুসলিম মন্ত্রী »