Main Menu

দক্ষিন আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে নিহত নবীনগরের বাসিন্দা মোসলেহউদ্দিন।। লাশের অপেক্ষায় পরিবার

+100%-

এস.এ.রুবেল  নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ দক্ষিন আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে এক বাংলাদেশী নিহত হওয়ার খবর পাওয়া গেছে। বাংলাদেশের সময় মঙ্গলবার (০২/০৭) রাত ৩ টার সময় আফ্রিকার পূর্বাঞ্চল শহরে এক বাঙালী ভবনে এ ঘটনা ঘটে। ওই বাংলাদেশীর বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার জেলার নবীনগর উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের পুরান শ্রীরামপুর গ্রামে। তার নাম মোসলেহউদ্দিন (৪৮) পিতার নাম মৃত আলী আশরাফ।  পুরান শ্রীরামপুর গ্রামের মৃত আলী আশরাফ মিয়ার ২ ছেলে ৩ মেয়ের মধ্যে মোসলেউ্িদ্দন ছোট ছেলে। গ্রামের বাড়িতে স্ত্রী  সাহেদা খাতুন ও দুই মেয়ে, এক ছেলে রেখে মোসলেউদ্দিন গত ৩ বছর আগে পরিবার নিযে একটু ভাল ভাবে বেচেঁ থাকার তাগিদে দার দেনা করে দনি আফ্রিকা পাড়ি জমান । তার বাড়িতে এখন কান্নার রোল । স্ত্রী সন্তানের আহাজারিতে আকাশ যেন ভাড়ি হয়ে উঠেছে। তার একটি ছেলে  আরমান হোসেন(১৭) ইর্ন্টামিডিয়েট ২য় বর্ষের ছাত্র, মেয়ে তুরিন(১৫)  দশম শ্রেনী ও সোমাইয়া (১১) ৬ষ্ঠ শ্রেনীর ছাত্রী।  স্বামী হারিয়ে সাহিদা পাগল প্রায় ‘কিভাবে স্বামীর দেনা ও সন্তানদের নিয়ে বেচেঁ থাকবেন শুধু এই বিলাপ করছে ।  নিহতের বড় ভাই গিয়াসউদ্দিন জানান দনি আফ্রিকার ওই পূর্বাঞ্চল শহরে তার ভাই একটি ছোট দোকান নিয়ে ব্যবসা করত। ওই এলাকার সন্ত্রাসীরা মোটা অংকের চাঁদা দাবী করেছিল। তাদের দাবীমত ওই চাঁদার টাকা দিতে না পারায় সন্ত্রাসীরা তাকে গুলি করে পালিয়ে যায়। খবরটি নিহতের ওই দেশে থাকা গ্রামের এক ভাতিজা ফোরকান মিয়া ভোর রাতেই ফোন করে আমাদের জানায় । তিনি জানান এক সপ্তাহের মধ্যে লাশ দেশে আনা হবে তাকে জানানো হয়েছে ।






Shares