Main Menu

জন্ম নিল মাথাবিহীন শিশু

+100%-
দুনিয়াতে অনেক আশ্চর্য ঘটনা ঘটে কিন্তু যদি এমন ঘটনা ঘটে তাহলে সত্যি দুখজনক । একজন মা ১০ মাস তার সন্তানকে পেটে ধরে যদি জন্মের পর দেখে যে তার সন্তান অস্বাভাবিক । সাধারণ মানুষের সাথে তার কোন মিল নেই । এমনই একটি ঘটনা ঘটেছে মৌলভীবাজার জেলায় । জন্ম নিয়েছে মাথাবিহীন শিশু । জন্মের ১০ মিনিট পর শিশুটি মৃত্যু বরণ করে।

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় জেলার কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের মিরতিংগা চা বাগানে।

মিরতিংগা চা বাগানের ছেবাষ্টিং ম্রোং এর স্ত্রী কেতরিনা দিও অচেত গর্ভে ১৩ মাসে ২০ কেজি ওজনের একটি জন্ম গ্রহণ করে। জন্মের প্রায় ১০ মিনিট পর শিশুটির মৃত্যু ঘটে। মাথা বিহীন শিশুর কপাল থেকে প্রায় ৭ ইঞ্চি লম্বা চুল দেখা গেছে।


Shares