Main Menu

নবীনগরে কিন্ডারগার্টেন স্কুলের বৃত্তিপ্রাপ্তদের সম্মাননা প্রদান

+100%-

মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা কিন্ডারগার্টেন স্কুলের বৃত্তিপ্রপ্ত ছাত্র/ছাত্রীদের সম্মাননা প্রদান করা হয়েছে। কিন্ডারগার্টের এসোসিয়েশনের উদ্যোগ শুক্রবার নবীনগর সরকারি উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে উপজেলার চারশত উনপঞ্চাশজন কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সনদ বিতরণ করেন অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুম। কিন্ডারগার্টেন এসোসিয়েশন সভাপতি আবু কামাল খন্দকার এর সভাপতিত্বে এবং অর্থ সম্পাদক আসাদুজ্জামান কল্লোলের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, নবীনগর সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু মোছা, এসোসিয়েশন সাধারণ সম্পাদক তাজুল ইসলাম চৌধুরী, শ্যামগ্রাম হ্যাভেন ফ্লাওয়ার কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক মো. কামরুল ইসলাম, পার্থ চক্রবর্তী, সাংবাদিক আরিফুল ভূঁইয়া মিনাজ, সাংবাদিক জালাল উদ্দিন মনির, নুরুল ইসলাম প্রমুখ।