Main Menu

জাতীয় পার্টি প্রতিহিংসা নয়, শান্তির রাজনীতিতে বিশ্বাসী ……..উপদেষ্টা কাজী মামুনুর রশিদ।

+100%-

মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শ্যামগ্রাম ইউনিয়নে শুকবার বিকেলে জাতীয় ছাত্র সমাজের দ্বি-বার্ষিক সম্মেলন আনুষ্ঠিত হয়েছে। এতে প্রধারন অতিথি হিসেবে উপস্থি ছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা কাজী মামুনুর রশিদ।
সম্মেলনে উপস্থিত নেতাকর্মীদের সাংগঠনিক শক্তি বৃদ্ধি করার পরামর্শ দিয়ে কাজী মামুন বলেন, রাজনীতির এই ক্রান্তিকালে দেশের মানুষের পাশে দাঁড়াতে আগামীতে ক্ষমতায় আসতে হবে। সে বিষয় মাথায় রেখে জাতীয় ছাত্রসমাজকে কাজ করতে হবে।
জাতীয় ছাত্র সমাজের সভাপতি মোঃ আলা উদ্দিনের সভাপতিত্বে ও পৌর জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠান উদ্বোধন করেন, উপজেলা জাতীয় ছাত্র সমাজের সভাপিত হাফছা সুলতানা স্মৃতি। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা জাতীয় ছাত্র সমাজের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম।বক্তব্য রাখেন, নবীনগর উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক এ.টি.এম আবদুল্লাহ মাষ্টার, পৌর জাতীয় পার্টির সভাপতি মোঃ ইদন খান, উপজেলা জাতীয় মহিলা পার্টির আহবায়ক তাসলিমা চৌধুরী, জেলা জাতীয় ছাত্র সমাজের আহবায়ক মোঃ জালাল উদ্দিন ভূঁইয়া, উপজেলা শ্রমিক পার্টির সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, ছাত্র সমাজের সহ-সভাপতি খন্দকার আশরাফ প্রমুখ।






Shares