নবীনগরে ইউপি চেয়ারম্যানের বহিস্কার আদেশ ৩মাসের জন্য স্থগিত
নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শ্যামগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: আমির হোসেন বাবুলের এর সাময়িক বহিস্কার আদেশ গত ৫ ফেব্রুয়ারী ৩মাসের জন্য স্থগিত করেন হাইকোট ডিভিশনের বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মোহাম্মদ আতাউর রহমান খানের যৌথবেঞ্চ ।
চেয়ারম্যান আমির হোসেন বাবুলের আইনজীবি এডভোকেট আবদুল্লাহ আল বাকী বিষয়টি নিশ্চিত করে বলেন, মাননীয় বিচারপতিগণ শুনানী শেষে শ্যামগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান আমির হোসেন বাবুলের বহিস্কার আদেশ ৩মাসের জন্য স্থগিত করেন।
উল্লেখ্য,নবীনগর উপজেলার শ্যামগ্রাম ইউনিয়নের আওয়ামীলীগ নেতা শাহজান সিরাজের নবীনগর থানায় দায়ের করা একটি মামলার অভিযোগ পত্রে আমির হোসেন বাবুলের নাম থাকার অভিযোগে তার ক্ষমতা প্রয়োগ প্রশাসনিক দৃষ্টিকোণে সমীচীন নয় মর্মে ও জনস্বার্থে পরিপন্থী বিধায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ )আইন ২০০৯ এর ৩৪ উপধারা (১)অনুযায়ী ৩০ জানুয়ারী ২০১৮ স্থানীয় সরকার বিভাগরে উপসচিব মো: মাহাবুবুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন আদেশ জারির মাধ্যমে নবীনগর উপজেলার শ্যামগ্রাম ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মো: আমির হোসেন বাবুলকে চেয়ারম্যানের পদ হতে সাময়িক বরখাস্ত করেন স্থানীয় সরকার ,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের স্থানীয় সরকার বিভাগ।