Main Menu

নবীনগরে ইউএনওর হস্তক্ষেপে বাল্য বিবাহ বন্ধ

+100%-


মিঠু সূত্রধর পলাশ নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা নিবার্হী কর্মকর্তার হস্তক্ষেপে বাল্য বিবাহ বন্ধ ও মুচলেকা নিয়ে কনে পক্ষকে বিশ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
নবীনগর পৌর এলাকার দোলাবাড়ি গ্রামের প্রবাসী মো. মুছা মিয়ার কন্যা ইব্রাহিমপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেনীর ছাত্রীর সাথে একই উপজেলার নাছিরাবাদ গ্রামের কুদ্দুস মিয়ার ছেলে কদর মিয়া(২৫)এর সাথে বৃহস্পতিবার বিবাহের দিন ধার্য করা হয়। এ উপলক্ষে উভয় পক্ষের সকল প্রস্তুতি সম্পন্ন হয়। বাল্য বিবাহের সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুম তাৎক্ষনিক ভাবে কনের বাড়িতে উপস্থিত হয়ে ওই ছাত্রীর বিয়ের বয়স না হওয়াতে বিয়ের সকল কার্যক্রম বন্ধ করে দিয়ে বাল্য বিবাহ আইনে কনের চাচা হারুন অর রশিদ মিয়ার কাছ থেকে মুচলেকা নিয়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বিশ হাজার টাকা জরিমানা করেন। এই সংবাদ শুনে বরপক্ষ অর্ধেক রাস্তা থেকে নিজ বাড়িতে ফিরে যায়।






Shares