Main Menu

নবীনগর ইউএনও’কে ‘বিদায়ী সংবর্ধনা দিলেন উপজেলা পরিষদ ও ইউপি চেয়ারম্যান ঐক্য পরিষদ

+100%-
মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা পরিষদ ও ইউপি চেয়ারম্যান ঐক্য পরিষদের উদ্যোগে সোমবার (৫/১০) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ইউএনও মোহাম্মদ মাসুমের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
ইউপি চেয়ারম্যান ঐক্য পরিষদের আহ্বায়ক চেয়ারম্যান মো. ফিরোজ মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মনির।
বিদায়ী ইউএনও’র কর্মদক্ষতার স্মৃতি চারণ করে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. মকবুল হোসেন, ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেক,মহিলা ভাইস চেয়ারম্যান শিউলী রহমান, সহকারি কমিশনার ( ভূমি) মো.ইকবাল হাসান, ওসি মো. রুহুল আমিন, ইউপি চেয়ারম্যান আলি আকবর, ইউপি চেয়ারম্যান মৌসুমি বারি, ইউপি চেয়ারম্যান জাকির হোসেন, প্রকৌশলী নুরুল ইসলাম, পল্লী উন্নয়ন কর্মকর্তা ওয়াহিদুজ্জামান ভূইয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোকাররম হোসেন, পল্লী বিদ্যুত ডিজিএম নীল মাধব বণিক, নবীনগর প্রেসক্লাব সভাপতি মাহবুব আলম লিটন, উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সঞ্জয় সাহা,সাংবাদিক জালাল উদ্দিন মনির, সাংবাদিক মিঠু সূত্রধর পলাশ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ইউপি চেয়ারম্যান ঐক্য পরিষদের সদস্য সচিব এনামুল হক ভিপি। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুমের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও উন্নয়নে কর্মদক্ষতার উপর আলোকপাত করেন বক্তরা।
উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মনির বলেন, ইউএনও মাসুম একজন দক্ষ ও প্রাণবন্ত অফিসার ছিলেন, তিনি সরকারের এজেন্ডা বাস্তবায়নে সচেষ্ট ছিলেন।
বিদায়ী ইউএনও মোহাম্মদ মাসুম বলেন, নবীনগরের সকল ভালো কাজের প্রশংসার দাবিদার আপনারা। বিদায় বেলা আপনাদের বিশাল ভালোবাসা ও দোয়া নিয়ে গেলাম।সবাই ভালো থাকবেন।






0
0Shares