আগে খালেদা জিয়ার মুক্তি,পরে নির্বাচনের চিন্তা- নবীনগর প্রেসক্লাবে জেলা বিএনপির সদস্য কাজী নাজমুল হোসেন তাপস।
মিঠু সূত্রধর পলাশ, নবীনগর থেকেঃ খালেদা জিয়ার মুক্তি ছাড়া বিএনপি আগামী সংসদ নির্বাচনে যাবে না বলে জানিয়েছেন সাবেক সংসদ সদস্য মরহুম আলহাজ্ব কাজী মোঃ আনোয়ার হোসেন এর সুযোগ্য সন্তান ও জেলা বিএনপির অন্যতম সদস্য কাজী নাজমুল হোসেন তাপস। তিনি বলেন, আমাদের দাবি একটা নির্দলীয় নিরপেক্ষ সরকার । যাতে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করা হয়। খালেদা জিয়ার মুক্তি হলে বিএনপি নির্বাচনে যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিবে। খালেদা জিয়ার সুচিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে না অভিযোগ করে তিনি বলেন,আজকে দেশের শীর্ষ সন্ত্রাসী শারীরিক অসুস্থতার জন্য বিদেশ যাওয়ার অনুমতি পায়। কিন্তু তিন বারের নির্বাচিত প্রধানমন্ত্রী খালেদা জিয়া ইউনাইটেড হাসপাতালেও এডমিট পায়্না। আজকে যে পরিবেশে তাঁকে রাখা হয়েছে, সেটা অনেক দুঃখজনক।
সাংবাদিকদের উদ্দেশে তাপস বলেন, আমার পিতাকে আপনারা যে ভালোবাসা দিয়েছেন আমাকেও সেই ভাবে আগলে রাখবেন। বুধবার রাতে ব্রাহ্মণবাড়িয়া নবীনগর প্রেস ক্লাবে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা জানান। এসময় প্রেসক্লাবের সহ সভাপতি আরিফুল ইসলাম ভূইয়া মিনাজের সভাপতিত্বে ও আসাদুজ্জামান কল্লোলের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা যুবদলের আহবায়ক মফিজুর রহমান মকুল, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মো:দেলোয়ার হোসেন সোহেল,জেলা ছাত্রদলের সহ সভাপতি ইকবাল হোসেন রাজু সহ নবীনগর প্রেসক্লাবের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ বক্তব্য রাখেন। উপস্থিত বক্তারা নবীনগরের কালজয়ী বরেণ্য নেতা সাবেক সাংসদ মরহুম কাজী মোঃ অানোয়ার হোসেনের রাজনৈতিক ও উন্নয়ন কর্মকান্ডের অসীম অবদানের কথা বিশদভাবে তুলে ধরেন।