Main Menu

বাল্য বিবাহ ও যৌন হয়রানী প্রতিরোধ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

+100%-

ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার বড়াইল হোসাইনিয়া উচ্চ বিদ্যালয়ে স্কুলশিক্ষার্থীদের বাল্য বিবাহ ও যৌন হয়রানীপ্রতিরোধ বিষয়ক কর্মশালা আজ মঙ্গলবার দুপুরে স্কুল মাঠে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো. আযাদ সাল্লাল।মোঃজাহিদুল হকের সঞ্চালনায় স্কুলের প্রধান শিক্ষক মোঃআলমগীর হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন,নবীনগরের উপজেলা পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার জনাব শফিকুল ইসলাম।বড়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব আব্দুল খালেক বাবুল,শংকর,শাহ জামান চিশ্তী,কামাল হোসেন,তোফাজ্জল হোসেন,শাহ জাহান,বজলুর করি ও স্কুলে সকল শিক্ষক ও এলাকার গন্যমান ব্যাক্তি বর্গরা উপস্থিত ছিলেন।সভায় বক্তারা বাল্য বিবাহ ও যৌন হয়রানী বন্ধ করতে সমাজের সকলকে একসাথে কাজ করার আহবান জানান। পাশাপাশি মেয়েদের অভিবাবকদের আরো সচেতন হওয়ার পরামর্শ দেন এবং মেয়েদের স্বাধীনভাবে চলতে গিয়ে যাতে কোন হয়রানির শিকার না হয় সেদিকে বিশেষ গুরুত্বদিতে হবে।ছেলে মেয়ে বৈশম্য করিয়ি সবাইকে এক সাথে কাজ করতে হবে।সভা শেষে বাল্য বিবাহ ও ইভটিজিং এর পতিকারমুলক একটি অভিনয় করে দেখানো হয় এবং অতিথিরা বাল্য বিবাহ ও যৌন হয়রানী বন্ধে করণীয় সম্পর্কে রচনা প্রতিযোগীতার বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়।






Shares