নবীনগরে পাঁচ জুয়ারীর কারাদন্ড
নবীনগর(ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধিঃ- নবীনগরে জুয়া খেলার অভিযোগে পাঁচজনকে গতকাল দুপুরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী মেজিষ্ট্রেট উপজেলা নির্বাহী অফিসার আবু শাহেদ চৌধুরী প্রত্যেককে ১৫ দিন করে কারাদন্ড দেন। দন্ড প্রাপ্তরা হলো উপজেলার পেয়ারাকান্দী গ্রামের কানো মিয়ার ছেলে মোছেন মিয়া (৩০), একই গ্রামের কুদ্দুছ মিয়ার ছেলে টুকু মিয়া(২৫), আব্দুর রহমান মিয়ার ছেলে মিন্টু ময়া(৬০), নবীনগর পৌর এলাকার মাঝিকাড়া গ্রামের হাফিজ উদ্দিনের ছেলে আবেদ মিয়া(২৩) ও বাঞ্ছারামপুর থানার দড়িকান্দি গ্রামের আবুল কাজীর ছেলে ইয়ামিন মিয়া(২৫)। পুলিশ জানায় উপজেলার রতনপুর ইউনিয়নের পেয়ারাকান্দি গ্রামে জুয়া খেলা হচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে ওই গ্রামে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে জুয়া খেলা অবস্থায় ওই পাঁচ জুয়ারীকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জামাদি সহ কিছু টাকাও উদ্ধার করা হয়। সকালে ওই পাঁচ জুয়ারীকে ভ্রাম্যামান আদালতে হাজির করা হলে ভ্রম্যামান আদালতের নির্বাহী মেজিষ্ট্রেট তাদের ১৫ দিন করে কারাদন্ড দেন। গতকাল তাদের কারাগারে পাঠানো হয়েছে।