প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পৃথক দুই স্থানে দুর্ধর্ষ ডাকাতি সংঘঠিত হয়েছে। এই সময় ডাকতদের ছুরিকাঘাতে সাবেক ইউপি মেম্বার সহ ৫জন আহত হয়েছে। ডাকাত দলের লোকজন ৫ভরি স্বর্ণালংকার সহ ৪লক্ষ টাকার মালামাল লূট করে নিয়ে যায়। ঘটনাটি ঘটেছে উপজেলার শ্রীঘর ও বড়িকান্দি গ্রামে। পরিবার ও ইউপি চেয়ারম্যান সূত্রে জানা যায়, শনিবার রাতে প্রায় ১৫/২০ জনের মুখোশধারী ডাকাত দল উপজেলার শ্যমগ্রাম ইউনিয়নের শ্রীঘর গ্রামের সাবেক ইউপি মেম্বার আবদুর রশিদ মিয়ার বাড়ির গেইটের তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে অস্ত্রের মুখে জিম্মি করে ৫ ভরি স্বর্ণালংকার সহ ৩ লক্ষ ৫০ হাজার টাকার মালামাল লূট করে নিয়ে যায়। এ সময় ডাকতদের ছুরিকাঘাতে আবুদর রশিদ মেম্বার (৬০) ও তার স্ত্রী ঝর্ণা বেগম(৪৫) গুরুতর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে নবীনগর হাসপাতালে ভর্তি করে। অপরদিকে উপজেলার বড়িকান্দি গ্রামের পূর্ব পাড়ার বেলাল মিয়ার বাড়ির ঘরের দরজা ভেঙ্গে ১০/১৫ জনের মুখোশধারী ডাকাত দল বাড়ির লোকজনকে জিম্মি করে নগদ বিশ হাজার টাকা সহ প্রায় ৫০ হাজার টাকার মালামাল লূট করে। এ সময় ডাকাতদের ছুরিকাঘাতে দনু মিয়ার ছেলে তাজুল ইসলাম (২২) ও ককটেল বিষ্ফোরনে বাদল মিয়ার ছেলে চতুর্থ শ্রেণীর ছাত্র মিরাজ হোসেন (৯) আহত হয়। এ ব্যাপারে নবীনগর থানার ভারপ্রাপ্ত ইনচার্জ মো: আবু জাফর বলেন, ডাকাতির ঘটনায় মামলা হয়েছে। ডাকাতদের ধরার চেষ্টা চলছে। |