নবীনগরে আওয়ামীলীগের দুই গ্রুপের বিক্ষোভ মিছিল
নবীনগর সংবাদদাতাঃ কেন্দ্রীয় আওয়ামীলীগের কর্মসূচীর আলোকে ১৮ দলীয় জোটের ডাকা হরতালের খুন ও নৈরাজ্যের প্রতিবাদে গতকাল শুক্রবার দুপুরে ব্রাহ্মণবাড়ীয়ার নবীনগরে আওয়ামীলীগের দুই গ্রুপ পৃথক পৃথক ভাবে বিক্ষোভ মিছিল বের করে। মিছিল শেষে স্থানীয় আওয়ামীলীগ কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক এম এ হালিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বোরহান উদ্দিন আহমেদ, হাবিবুর রহমান, ব্যারিষ্টার জাকির আহমেদ, জনি, আবু সায়েদ প্রমুখ। অপর দিকে স্থানীয় লঞ্চঘাট চত্বরে উপজেলা ছাত্রলীগের সভাপতি আবদুল্লাহ আল রোমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, আওয়ামীলীগ নেতা ্এ্যাডঃ শিব শংকর দাশ, শফিকুল ইসলাম, খায়রুল আমিন, যুবলীগ সভাপতি মোশারফ হোসেন সরকার, সেক্রেটারি হাবিবুর রহমান,মামুন, ওমর ফারুক প্রমুখ। |
« কসবায় দূর্বৃওরা এসিড ছিটিয়ে তিন একর জমির ধান ক্ষতিসাধন (পূর্বের সংবাদ)
(পরের সংবাদ) বিদ্যুৎস্পর্শে ইলেক্ট্রিশিয়ানের মৃত্যু »