Main Menu

শত বছরের মিলন মেলায় এসো মিলি বুকুল তলায়- বিচারপতি এম ফারুক

+100%-

প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর ফতেহপুর কেজি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পুর্তি অনুষ্ঠান শনিবার বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সুপ্রিমকোর্ট হাইকোর্ট ডিভিশনের বিচারপতি এম ফারুক  বলেন, শত বছরের মিলন মেলায় এসো মিলি বকুল তলায়, শত বছরের পুর্তি আর আসবেনা। দেশের সার্বিক উন্নয়নের জন্য সকলকে এগিয়ে আসতে হবে তাহলেই অন্যান্য দেশের সাথে প্রতিযোগীতায় আমরা এগিয়ে যেতে পারব। অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ব্যারিষ্টার জাকির আহাম্মদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা দায়রা জজ আবু কাউছার, যুগ্ম সচিব হেলাল উদ্দিন, বাংলাদেশ ব্যাংকের ডিজিএম আবু মোছা, এডিসি (ভারপ্রাপ্ত) রিপন চাকমা, এসিল্যান্ড সন্দ্বীপ কুমার সিংহ, প্রধান শিক্ষক মো: শাজাহান কবির প্রমুখ। পরে দেশের প্রখ্যাত শিল্পী বারী সিদ্দিকী ও কোজ আপ ওয়ান সুপার ষ্টার রিংকু ও বিউটি সঙ্গীত পরিবেশন করেন।






Shares