নবীনগরে চাঁদাবাজি মামলায় ইসলামী ঐক্যজোট নেতা গ্রেফতার
প্রতিনিধি : চাঁদাবাজি মামলার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা ইসলামী ঐক্যজোটের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান (৩০) কে গ্রেফতার করেছে পুলিশ। গত সোমবার রাতে স্থানীয় লঞ্চঘাট থেকে তাকে আটক করা হয়। পুলিশ জানায়, উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামের পশ্চিম পাড়ার মৃত মোনতাজ মিয়ার ছেলে নজরুল ইসলাম গত ১২ জুলাই নবীনগর বাজারের সৈনিক হোটেল থেকে চা খেয়ে বাহিরে আসলে মেহেদী ও তার লোকজন তাকে আটক করে ৫ ল টাকা চাঁদা দাবী করে। চাঁদার টাকা দিতে অস্বীকার করলে তাকে মারধর করে। এই ঘটনায় ওই দিনই নজরুল ইসলাম বাদী হয়ে ৫ জনকে আসামী করে নবীনগর থানায় চাঁদাবাজী মামলা করে। নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জাফর জানায়, ইসলামী ঐক্যজোট নবীনগর উপজেলার সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসানকে চাঁদাবাজি মামলায় গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। |
« সরাইলে স্ত্রীকে ফেলে পালিয়েছে স্বামী (পূর্বের সংবাদ)
(পরের সংবাদ) আগরতলায় দু’দেশের জেলা পর্যায়ের কর্মকর্তাদের বৈঠক »