Main Menu

নবীনগর রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

+100%-

এস.এ.রুবেল : সারাদেশে সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলা ও নির্যাতনের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর রিপোর্টার্স ইাউনিটির উদ্যোগে বুধবার (২৭.০২.১৩) বেলা ১১টায় উপজেলা সদরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সাংবাদিকদের বিক্ষোভ মিছিলটি বিভিন্ন শ্লোগান দিয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে ডাক বাংলোতে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। রিপোর্টার্স ইউনিটির আহবায়ক আজহার হোসেন জামালের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন সাংবাদিক গৌরাঙ্গ দেবনাথ অপু, এডভোকেট এনামুল হক চৌধুরী, প্রভাষক জাকির হোসেন, মো.  গোলাম মোস্তফা, জামাল হোসেন পান্না, নূরে আলম বিপ্লব, এস এ রুবেল, শফিকুল ইসলাম বাদল, খান জাহান আলী চৌধুরী, সাধন সাহা জয়, মিঠু সূত্রধর পলাশ,  খ,ম হযরত আলী, ছাত্রনেতা ওমর ফারুক প্রমুখ। এ সময় ছাত্রনেতা সালাউদ্দিন বাবু, আবদুল্লাহ আল মামুনসহ স্থানীয় বিভিন্ন সংগঠনের নেতা কর্মীরা এসে সাংবাদিকদের সঙ্গে সংহতি প্রকাশ করেন। বক্তারা সাংবাদিকদের উপর হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তারসহ একাত্তুরের মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িত সকল যুদ্ধাপরাধীদের ফাঁসি দাবি করেন।


Shares