নবীনগরে ফেন্সিডিল সহ আটক- ৪
এস.এ.রুবেল : ব্রাহ্মণবাড়িয়া নবীনগর বিভিন্ন এলাকায় পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৯৪ বোতল ভারতীয় ফেন্সিডিল ও বিশেষ ক্ষমতা আইনে সাজাপ্রাপ্ত আসামী সহ ৪ জন গ্রেফতার করে। ধৃত আসামীদের গতকাল বুধবার দুপুরে আদালতে প্রেরণ করে।
পুলিশ সূত্রে জানা যায়, নবীনগর থানার এস.আই মোর্শেদ মঙ্গলবার রাতে উপজেলার লাপাং গ্রামে বিশেষ অভিযান চালিয়ে ওই গ্রমের আবদুর রহিমের ছেলে ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামী আবেদ আলী (৩২) কে গ্রেফতার করে। তার বিরুদ্ধে ভুয়া ঘি বিক্রি করার অপরাধে হাতিয়া থানায় ২০০৫ সালে বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়। ওই মামলায় তার ৫ বছরের সশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ২ মাসের জেল হয়। সে দীর্ঘদিন পলাতক ছিল। এদিকে বিশেষ ক্ষমতা আইনে ৬ বছরের সাজাপ্রাপ্ত আসামী লহরী গ্রামের মুক্তিযোদ্ধা কুদ্দুছ মিয়া (৫৫) কে এ.এস.আই শরীফ নবীনগর বাজার থেকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে পশুরাম থানায় ২০০৮ সালে মামলা হয়। এছাড়া সলিম গঞ্জ পুলিশ ফাঁড়ি ইনচার্জ আছাদুজ্জামান গতকাল বুধবার দুপুরে ছলিমগঞ্জ টেম্পু স্ট্যান্ডে বিশেষ অভিযান চালিয়ে ইব্রাহিমপুর টেম্পু ড্রাইভার জাকির মিয়া (৩০) ও ফতুল্লা থানার চান মিয়া (৩০) কে ৯৪ বোতল ভারতীয় ফেন্সিডিল সহ আটক করে। চাঁন মিয়ার টেম্পু যোগে ফেন্সিডিলগুলি নারায়নগঞ্জ নিয়ে যাচ্ছিল। অভিযোগ রয়েছে মাদকের আখরা বলে খ্যাত নবীনগরের সর্বত্র হাত বাড়ালেই মিলে মাদক।