Main Menu

আশুগঞ্জ সার কারখানার উৎপাদন বন্ধ-গ্যাস সংকট

+100%-

আশুগঞ্জ প্রতিনিধি॥ গ্যাস সংকটের কারনে ব্রাক্ষনবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানার উৎপাদন বন্ধ হয়ে গেছে। এতে প্রতিদিন আড়াই কোটি টাকা মূল্যের প্রায় ১৪শ মেট্রিক টন ইউরিয়া উৎপাদন ব্যাহত হবে বলে জানিয়েছে কতৃপর্ক্ষ। চলতি অর্থ বছরের ৮ মাসে এনিয়ে কারখানা ১০বারে দেড় মাসেরও বেশি সময় উৎপাদন বন্ধ থাকে। এর আগে সর্বশেষ গত ২৩ জানুয়ারী কারখানার উৎপাদন বন্ধ হয়ে যায়। ঘন ঘন কারখানার উৎপাদন বন্ধ হয়ে যাওয়ায় চলতি অর্থ বছরে উৎপাদন লক্ষ মাএা  নির্ধান না হওয়ার আশংকা দেখা দিয়েছে।
কারখানার কারিগরি বিভাগ সূত্রে জানাযায়, আজ বৃহস্পতিবার সকালে কারখানার উৎপাদন অব্যহত রাখার জন্য যে পরিমান গ্যাসের প্রয়োজন হয়। সে পরিমান গ্যাস সরবরাহ না পাওয়ায় উৎপাদন বন্ধ হয়ে যায়।
কারখানার বিক্রয় বিভাগ সুএে জানা যায়, বিসিআইসি কতৃর্পক্ষ কারখানার চলতি অর্থবছরে ৪লক্ষ মেট্রিক ইউরিয়া উৎপাদন লক্ষমাএা নির্ধারন করেছে। চলতি অর্থ বছরের ৮ মাসে ২লক্ষ ১২হাজার মেট্রিকটন ইউরিয়া সার উৎপাদন হয়েছে। বর্তমানে কারখানায় ৬২ হাজার ২শ ৭৭ মেট্রিকটন সার মজুদ রয়েছে। তবে কারখানার উৎপাদন বন্ধ থাকলেও পর্যাপ্ত পরিমানে সার মজুদ থাকায় সার সংকটের কোন আশংকা নেই বলে জানিয়েছে কতৃর্পক্ষ।







Shares