নবীনগরে ওসির বিরুদ্ধে আওয়ামীলীগ নেতা কর্মীদের মিছিল সমাবেশ ॥২৪ ঘন্টার মধ্যে অপসারণের দাবী
![+](http://brahmanbaria24.com/wp-content/plugins/zoom-widget/elements/images/1/plus.png)
![100%](http://brahmanbaria24.com/wp-content/plugins/zoom-widget/elements/images/1/100.png)
![-](http://brahmanbaria24.com/wp-content/plugins/zoom-widget/elements/images/1/minus.png)
আবুল হাসনাত মোঃ রাফি॥ আজ বুধবর দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমানের বিরুদ্ধে নানা অভিযোগ এনে তাকে ২৪ ঘন্টার মধ্যে অপসারণের দাবীতে উপজেলা আওয়ামীলীগের নেতা কর্মীরা বিক্ষোভ মিছিল সমাবেশ ও স্মারক লিপি প্রদান করেছে। বিক্ষোভ মিছিলটি উপজেলা কমপে¬ক্স থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা টাকার বিনিময়ে তদন্ত না করে বিভিন্ন মামলা এফআইআর করে নিরীহ নিরাপরাধ মানুষকে হয়রানী করছে। তদন্তের সময় মোটা অংকের ঘুষ আদায় করে। তার সময়ে নবীনগরে আইন শৃঙ্খলার অবনতিসহ মানুষ হয়রানী হচ্ছে। ২৪ ঘন্টার মধ্যে এই ওসিকে অপসারণের দাবী করা হয়। এ ব্যপারে স্বরাস্ট্র মন্ত্রী বরাবরও পত্র দেয়া হয়েছে। সমাবেশে বক্তব্য রাখেন আ’লীগ নেতা গোলাম কিবরিয়া গোলাপ, মোঃ হাবিব মেম্বার, মোঃ মাউলা মেম্বার, মোঃ মোছলেম মেম্বার, শ্রমিকলীগ নেতা মোঃ দুলাল মিয়া, ছাত্রনেতা জাহাঙ্গীর আলম, আবদুল মোমেন, মোঃ রাফি, মোঃ কিবরিয়া, সিহাব মিয়া, মোঃ জুয়েল মিয়া প্রমূখ।