শতভাগ উৎসব ভাতা ও জাতীয়করণসহ ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে নবীনগরে শিক্ষকবন্ধন
মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি:শতভাগ উৎসব ভাতা ও জাতীয়করণসহ ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ব্যানারে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে নবীনগর প্রেসক্লাব চত্বরে উপজেলার সকল বেসরকারি মাধ্যমিক শিক্ষকদের সম্বনয়ে শিক্ষকবন্ধন অনুষ্ঠিত হয়।
শিক্ষকবন্ধনে নবীনগর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও লাপাং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোর্শেদুল ইসলাম লিটন এতে সভাপতিত্বে সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ ইয়াছিনুল হকের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষক সমিতির সহ সভাপতি আল আমীন খান, নবীনগর ইচ্ছাময়ী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাউছার বেগম, ভোলাচং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক,আমীর ফয়সাল,সলিমগঞ্জ এ আর এম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহম্মদ আলী, সহ সভাপতি ইয়ার হোসেন, সহ সভাপতি সাহিদা বেগম, ধনাশী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকবর হোসেন, বিদ্যাদকুট অমর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, মীরপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শাহদাৎ হোসেন শাহীন,জিনদপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম ছাদেক, মাইনুল ইসলাম, মোহাম্মদ কবির হোসেন, বড়াইল হোসাইনিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আলমগীর হোসেন, ইব্রাহিম পুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেন,শ্যামগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাক আহমেদ, শাহপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিনহাজ আহমেদ, সাতমোড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অলিউল্লাহ, সাতগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাদির, সহ সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ বেগ ইমন, প্রচার সম্পাদক আলী আকবর সরকার সহ আরো অনেকেই।
বক্তারা বলেন, দেশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষায় ৯৮ ভাগ বেসরকারি ব্যবস্থাপনায় পরিচালিত শিক্ষক কর্মচারীরা অনেক বৈষম্যের শিকার। বেসরকারি শিক্ষকরা মাত্র এক হাজার টাকা বাড়ি ভাড়া, ৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং মাত্র ২৫ ভাগ উৎসব ভাতা পেয়ে থাকেন। যা আমাদের জন্য খুবই অপ্রতুল ও অসন্মানজনক। পাশাপাশি বেসরকারি ব্যবস্থাপনা কমিটির অযাচিত হস্তক্ষেপ ও নিপিড়ন শিক্ষার মানউন্নয়নে অন্যতম প্রতিবন্ধক।
বক্তারা এসময় শিক্ষা ব্যবস্থা জাতীয় করণ, পূর্নাঙ্গ উৎসব ভাতা প্রদান, নন এমপিও ভুক্ত প্রতিষ্ঠান এমপিও ভুক্ত করণ, শিক্ষক বদলী, শিক্ষা প্রতিষ্ঠানে ব্যবস্থাপনা কমিটি বাতিল সহ নানা দাবি তুলে ধরেন।
শিক্ষকবন্ধন শেষে শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ সহ ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে শিক্ষক বন্ধন ও প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী বরাবর উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান মনিরের মাধ্যমে স্মারকলিপি প্রদান করা হয়।
« কাউতুলী মোড়ে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে , নিহত ১ (পূর্বের সংবাদ)