Main Menu

আলি টি হাউজে মিলছে আমদানি শুল্ক ফাঁকি দিয়ে আনা ট্যাং অরেঞ্জ পাউডার

+100%-

আলি টি হাউজ। ব্রাহ্মণবাড়িয়ার এক স্বনামধন্য নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রির প্রতিষ্ঠান। সঠিক মানের পণ্য বিক্রির কারণে ক্রেতাদের পছন্দের এ প্রতিষ্ঠান। তবে এবারের রমজানে প্রতিষ্ঠানটিতে গিয়ে দেখা গেছে আমদানি শুল্ক ফাঁকি দিয়ে তথা অবৈধ পথে আনা পণ্য দেদারসে বিক্রি করতে। তাদের দাবি ” ট্যাং ব্র্যান্ডের ওই অরেঞ্জ পাউডারটি আমেরিকার তৈরী”। একদর ১৯০০ টাকা চাওয়া হলেও পণ্যের গায়ে এর আমদানির তথ্য, দাম, মেয়াদ উত্তীর্ণের তারিখ কিছু উল্লেখ করা নেই । যদিও ইন্টারনেটে খোঁজ করে এর দাম ৭ থেকে ১১ ডলারের মধ্যে দেখা গেছে।

এ বিষয়ে জানতে আলী টি হাউজের মুঠোফোনে ফোন দিলে আলমগীর নামে একজন জানান, এ ধরনের কোন পণ্য তারা বিক্রয় করেন না। প্রতিবেদকের কাছে ভিডিও ফুটেজ রয়েছে উল্লেখ করলে তিনি এ বিষয়ে বিস্তারিত জানেন না বলে মামুন নামে তাদের একজন বিক্রয়কর্মীকে ফোনে ধরিয়ে দেন। তিনি বলেন, আমরা ঢাকা থেকে এগুলো নিয়ে আসি। আমাদের কাছে তাদের রশিদ আছে।

ব্রাহ্মণবাড়িয়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মেহেদী হাসান জানান, তারা এ ধরনের পণ্য বিক্রি বন্ধে দ্রুত অভিযান পরিচালনা করবেন।






Shares