Main Menu

ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ কর্তৃক নবীনগরে মেধাবৃত্তি প্রদান

+100%-

মিঠু সূত্রধর পলাশ,নবীনগর থেকে: ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে জেলা পরিষদ কর্তৃক ২০২১ সালের এসএসসি ও এইচএসসি ৫০ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করা হয়।এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ এবাদুল করিম বুলবুল। ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধ আলহাজ্ব আল মামুন সরকারের সভাপতিত্বে, জেলা পরিষদের সদস্য ও প্যানেল চেয়ারম্যান নাসিরুদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান মনির,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহির উদ্দিন চৌধুরী সাহান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেক , উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট সুজিত কুমার দেব, নবীনগর মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইয়াবের হাসান জামিল, নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুব আলম, আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম নজু, নিয়াজুল হক কাজল,মো.শফিকুর রহমান,মোহাম্মদ সাইফুর রহমান সোহেল, সাইফুল ইসলাম,ফিরোজ মিয়া, শামীম রেজা,ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাকারুল হক, জাহাঙ্গীর আলম,এম আর মুজিব, আবু মুসা, আল ইমরান,মডেল প্রেস ক্লাব সভাপতি আবু কাউসার, শিক্ষক নেতা আবু কাউসার, ছাত্রলীগ নেতা আবু সাঈদ বৃত্তিপ্রাপ্ত ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকা এবং গণ্য ব্যক্তিবর্গ ছিলেন ।

প্রধান অতিথির বক্তব্যের স্থানীয় সংসদ বলেন মেধাবিকাশের ক্ষেত্রে সবচেয়ে বেশি ভূমিকা রাখে উৎসাহ প্রদান।উৎসাহ যদি দেওয়া না হয়, স্বীকৃতি যদি দেওয়া না হয় শুধু শিক্ষার্থীদের ক্ষেত্রেই নয় অফিস আদালতের ক্ষেত্রেও মেধাবীরা থমকে যাবে। মেধাবীদের কে সামর্থ্য অনুযায়ী উৎসাহ প্রদান করতে হবে।






Shares