Main Menu

নবীনগর সদর বাজারে রক্তক্ষয়ী সংঘর্ষ,আহত ৪

+100%-

মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর সদর বাজারে আজ শুক্রবার দুপুরে দু’পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে ৪জন আহত হয়েছে। আহতরা হচ্ছেন মো. গিয়াস উদ্দিন(৩৭),মনির খান সবুর(২৪),মো.নাসির উদ্দিন(৫৫),রাজা মিয়া(৬৫)। তাদের সবাইকে নবীনগর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
সূত্রে জানা যায়,আজ শুক্রবার সকালে নবীনগর উপজেলার সুমন ব্রিকসের মালিক নাছির উদ্দিনের সাথে তাহার ব্রিকসের মালিক গিয়াস উদ্দিনের সাথে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ লিপ্ত হয়। এসময় সুমন ব্রিকসের মালিক নাছির উদ্দিনের উপর হামলা করা হয়। পরে এ ঘটনার সূত্রে ধরে ওইদিন দুপুরে নবীনগর সদর বাজারের সালাম রোডে সুমন ব্রিকসের মালিক নাছির উদ্দিনের লোকজন তাহের ব্রিফসের মালিক গিয়াস উদ্দিনের উপর হামলা করেন। হামলায় উভয় পক্ষের লোকজন আহত হয়। তাদের মধ্যে গিয়াস উদ্দিন, রাজা মিয়া, মনির খান সবুর আহত হয়।
এ ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের মাঝে উত্তেজনা বিরাজ করছে। এসময় নবীনগর সদর সংলগ্ন নবীনগর পূর্ব ইউনিয়নের বগডহর গ্রাম থেকে উভয় পক্ষের শতশত লোকজন দেশিয় অস্ত্রশস্ত্র নিয়ে একাধিকবার সংঘর্ষে লিপ্ত হওয়ার চেষ্টা করে। নবীনগর থানার পুলিশ সংঘর্ষের ঘটনা টের পেয়ে ধাওয়া করলে উভয় পক্ষের লোকজন পালিয়ে যায়।
এ বিষয়ে নবীনগর থানার ওসি মো. আমিনুর রশিদ জানান, নবীনগর সদর বাজারে সংর্ঘষ এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। আশাকরি কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটবে না।
এ ঘটনায় নবীনগর সদর বাজারটিতে থমথমে অবস্থা বিরাজ করছে।