নবীনগর থেকে হারিয়ে গেছে ১৪ বছরের কিশোর মাহি




গতকাল মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে, নিজ গ্রাম কালঘড়া থেকে পাশের গ্রাম রসুল্লাবাদ বাজারে যায় সে। এরপর আর বাসায় ফেরেনি। এ ঘটনায় নবীনগর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
নিখোঁজ মাহি, চ্যানেল টোয়েন্টিফোরের বার্তা সম্পাদক কাইয়ুম তুহিনের ভাইয়ের ছেলে। তার বাবা আবুল কালাম। ছেলেটির সন্ধান পেলে, ০১৭৩-০৩১২৪২৫ নম্বরে জানানোর অনুরোধ করেছে তার পরিবার বর্গ।
« কসবায় জামাল হত্যার বিচারের দাবীতে মানববন্ধন (পূর্বের সংবাদ)