Main Menu

কসবায় জামাল হত্যার বিচারের দাবীতে মানববন্ধন

+100%-


বায়েজিদ পাঠান ঢালী,কসবা প্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়ার কসবার ভোল্লাবাড়ি গ্রামের স-মিলের শ্রমিক জামাল হত্যার বিচারসহ আসামীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন করেন এলাকাবাসী।
আজ বুধবার দুপুরে কসবা উপজেলা গোপীনাথপুর ইউপির নোয়ামুড়া জামে মসজিদের সামনে চার গ্রামের নারী পুরুষ জামাল হত্যার বিচারসহ আসামীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনকারীরা বলেন; ভোল্লাবাড়ি গ্রামের আজিজুল হকসহ তার পরিবারের সদস্যদের কাছে গ্রামের নিরীহ মানুষ জিম্মি। সাধারণ ঘটনার জের ধরে ধরে আজিজুল হকের লোকজন পরিকল্পিত ভাবে একই গ্রামের জামাল মিয়াকে দিন দুপুরে প্রকাশ্য কুপিয়ে হত্যা করে। বক্তব্য রাখেন,নিহত জামাল মিয়ার ছেলে আলাউদ্দিন,আলমগীর,আউয়াল পাঠান,আক্তার হোসেন,জরিনা বেগ,মনোয়ারা বেগম প্রমুখ।
কসবা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ লোকমান হোসেন বলেন, জামাল,রিপন,জাবেদসহ ৭জন সহ ৪/৫ জনকে বিবাদী করে জামাল হত্যার অভিযোগ যথাসময় মামলা গ্রহণ করা হয়েছে। আসামীদের গ্রেফতারের তৎপরতা অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, গত ৩১ আগস্ট সকাল ৯টায় প্রতিদিনের মত জামাল মিয়া স-মিলে কাজে যাওয়ার পথে নোয়ামুড়া জামে মসজিদের সামনে কুপিয়ে গুরুত্বর আহত করে অবশেষে কুমিল্লা হাসপাতালে চিকিৎসারত কালে মারা যায়।






Shares