Main Menu

নবীনগরে সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা

+100%-

নবীনগর প্রতিনিধি:  ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োঁজনে সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা-২০১৯ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে নবীনগর মহিলা ডিগ্রী কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ প্রতিযোগিতা মাধ্যমিক ও কলেজ পর্যায়ে ভাষা ও সাহিত্য, দৈনন্দিন বিজ্ঞান, গণিত ও বাংলাদেশ স্টাডিজ বিষয়ে শ্রেণীভিত্তিক তিনটি শাখায় শিক্ষার্থীদের মাঝে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মোকাররম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুম। বিশেষ অতিথি ছিলেন অধ্যক্ষ কান্তি কুমার ভট্টাচার্য্য। উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার ইতি বেগম ও বিভিন্ন স্কুলের শিক্ষক প্রতিনিধিগণ। এময় প্রতিযোগিতায় স্কুল কলেজ ও মাদ্রাসার ১৩৬ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করেন এবং তাদের মধ্যে থেকে প্রতি বিষয় সেরা এক জন করে জেলা পর্যায়ে পাঠানো হবে।






0
0Shares