নবীনগরে মুখোশধারী চোরের ছুরিকাঘাতে প্রাণ গেল এক প্রবাসীর




নিহতের পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার মধ্যরাতে মুখে কাপড় বেঁধে চোর চুরির উদ্দেশ্যে বাড়ির ভেতরে ঢুকলে, সোহাগ টের পেয়ে চোরকে ধাওয়া করে।এসময় চোরের সাথে হাতাহাতির একপর্যায়ে চোর সোহাগকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
এসময় মুমূর্ষ অবস্থায় নবীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে কুমিল্লায় রেফার্ড করেন। অবশেষে শুক্রবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) মো. মকবুল হোসেন জানান, ‘ঘটনাটি শুনেছি। ধারণা করা হচ্ছে সে চুরি করতে এসেছিল। পরে পালিয়ে যাওয়ার সময় ছুরিকাঘাত করে। বিস্তারিত জানার চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে।
« মাছিহাতার পীরজাদা সৈয়দ ওমর ফারুকের ইন্তেকাল (পূর্বের সংবাদ)
(পরের সংবাদ) সরকারি বিধিনিষেধ ও স্বাস্থ্যবিধি মেনে নবীনগর উপজেলায় ১২৫টি পুজা মান্ডপে দূর্গোৎসব পালনের সিদ্ধান্ত »