নবীনগরে বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত




আজ রোববার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলার ১৩ টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ৩ জনের একটি কুইজ টিম এ প্রতিযোগিতায় অংশ নেয়।
উপজেলা নির্বাহি অফিসার মোহাম্মদ মাসুম এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মনির।
উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মোকাররম হোসেন, একাডেমিক সুপারভাইজার ইতি বেগম প্রমুখ। এছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতায় নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় প্রথম স্থান,নবীনগর ইচ্ছাময়ী পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় দ্বিতীয় স্থান ও ভোলাচং উচ্চ বিদ্যালয় তৃতীয় স্থান অর্জন করে।
« ধরমণ্ডল ঐক্য পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন। (পূর্বের সংবাদ)