Main Menu

নবীনগরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

+100%-

নবীনগরে দুই দিনের ব্যবধানে পৃথক দু’স্থানে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। উপজেলার পশ্চিম ইউনিয়নের নবীপুর গ্রাম ও শ্যামগ্রাম ইউনিয়নের শ্রীঘর এলাকায় এ ঘটনা ঘটে।

সুত্র জানায়, গত ২০ এপ্রিল শুক্রবার সকালে নবীনগর উপজেলার শ্যামগ্রাম ইউনিয়নের চতলপাড়া (শ্রী-ঘর) গ্রামের সুমন মিয়ার পুত্র নাহিদ হাসান সবার অলক্ষে বাড়ির পাশের পুকুরে ডুবে গেলে ঘটনাস্থলে তার মর্মান্তিক মৃত্যু হয়। অপরদিকে গতকাল (২১/৪) দুপুরে নবীনগর পশ্চিম ইউনিয়নের নবীপুর গ্রামের জলিল মিয়ার পুত্র আরিফুল ইসলাম খেলতে গিয়ে পুকুরের পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন।






0
0Shares