নবীনগরে ছাত্রলীগের উদ্যোগে ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানব্ বন্ধন অনুষ্ঠিত।
![+](http://brahmanbaria24.com/wp-content/plugins/zoom-widget/elements/images/1/plus.png)
![100%](http://brahmanbaria24.com/wp-content/plugins/zoom-widget/elements/images/1/100.png)
![-](http://brahmanbaria24.com/wp-content/plugins/zoom-widget/elements/images/1/minus.png)
![](https://i0.wp.com/brahmanbaria24.com/wp-content/uploads/2020/10/nn-3.jpg?resize=684%2C467)
আজ শনিবার বিকেলে নবীনগর পৌর সদরে নবীনগর উপজেলা ছাত্রলীগের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও মানব্বন্ধন অনুষ্ঠিত হয়েছে । এসময় শতশত ছাত্রলীগ নেতা কর্মিরা এ বিক্ষোভ মিছিল ও মানব্বন্ধনে অংশ গ্রহণ করেন।
ছাত্রলীগ নেতা মো. আবু সায়েদের সভাপতিত্বে ও ছাত্রলীগ নেতা মো. নাছির উদ্দিনের সঞ্চালনায় এসময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, ছাত্রলীগ নেতা মনির খান সবুর, সাইফুল ইসলাম সাবু, সুমিত চক্রবর্তী, তপু, রনি, আশিক, রোমান, সোহান প্রমূখ।
এসময় বক্তারা বলেন, আমাদের একটাই দাবী ধর্ষণকারীর শাস্তি ফাঁসি চাই।এসময় শত শত ছাত্র-ছাত্রীরা প্ল্যাকার্ডে লিখে ধর্ষণের প্রতিবাদ সহ ধর্ষণের ঘটনার সুষ্ঠ বিচার দাবী করেন।
« নবীনগরে খারঘর গণহত্যা দিবস পালিত (পূর্বের সংবাদ)
(পরের সংবাদ) সরাইল সরকারের বিরুদ্ধে অশালীন বক্তব্যের প্রতিবাদে মানববন্দন »