Main Menu

নবীনগরে শ্রী শ্রী হরেকৃষ্ণ নামহট্ট সংঘ ইসকনের মন্দির প্রতিষ্ঠা

+100%-

মিঠু সূত্রধর পলাশ নবীনগর প্রতিনিধি:  আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ ইসকন অনুমদিত ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের শ্রী শ্রী হরেকৃষ্ণ নামহট্ট সংঘের মন্দির প্রতিষ্ঠা করা হয়েছে।
বুধবার দুপুরে নবীনগর পৌরএলাকার পশ্চিম পাড়ায় এই মন্দির প্রতিষ্ঠা, বরেণ্য মহারাজবৃন্দের সংবর্ধনা ও ভগবতীয় আলোচনা সভা মহোৎসবে আশীর্বাদক হিসেব উপস্থিত ছিলেন, আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ ইসকনের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ সভাপতি অধ্যক্ষ শ্রীমৎ ভক্তিপ্রিয়ম গদাধর গোস্বামী মহারাজ, সহ সভাপতি অধ্যক্ষ শ্রীমৎ ভক্তি অদ্বৈত নবদ্বীপ স্বামী মহারাজ, সহ সভাপতি অধ্যক্ষ শ্রীমৎ ভক্তিবিনয় স্বামী মহারাজ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ ইসকনের কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক শ্রীপাদ চারুচন্দ্র দাস ব্রহ্মচারী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনার নর্থ ওয়েস্টর্ন ইউনির্ভাসিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড.তপচৈতন্য দাস ব্রহ্মচারী। এসময় ওই দিন দুপুরে নবনির্মিত মন্দির প্রাঙ্গনে উপজেলার শতশত ভক্তদের মাঝে মহা প্রসাদ বিতরন করতে দেখা যায়।






Shares