নবীনগরে বজ্রপাতে একজন নিহত




স্থানীয়রা জানান, আজ সারাদিন আকাশে রোদ ছিলো। আকস্মিক আকাশ মেঘাচ্ছন হয়ে বৃষ্টি পরতে শুরু করে। এসময় শাহাদাত ফসলি মাঠ থেকে তার বাড়ি যাচ্ছিলেন। এসময় হঠাৎ আকাশে বিজলী চমকে তার উপর বজ্রপাত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ডাক্তারের কাছে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
« বিজয়নগরে লকডাউন অমান্য করায় ১২ জনকে দন্ড প্রদান (পূর্বের সংবাদ)
(পরের সংবাদ) নবীনগর উপজেলার ১৫ হাজার মানুষ পাচ্ছে টিকা »