নবীনগরে কৃষি জমি থেকে যুবকের লাশ উদ্ধার!




থানা সুত্র জানায়, নিহত ব্যক্তির নাম মো.হেলাল মিয়া(৩৫),সে উপজেলার শ্যামগ্রাম ইউনিয়নের সাহেবনগর গ্রামের বাচ্চু মিয়া ছেলে। বর্তমানে নবীনগর পৌর এলাকার হাসপাতাল পাড়ায় পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকতো সে।
নবীনগর থানার ইন্সপেক্টর তদন্ত সজল কান্তি দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে।আমরা এ বিষয়ে তদন্ত করছি। তদন্ত রিপোর্ট হাতে পেলে বলা যাবে এটি হত্যা না আত্মহত্যা।
« সরাইলে ফাঁসিতে ঝুলে বৃদ্ধার মৃত্যু (পূর্বের সংবাদ)