আপনার সন্তানকে যদি ভাল এবং বড় স্বপ্ন দেখান তাহলে অবশ্যই সে ভাল পর্যায়ে পৌঁছতে পারবে ……..উপসচিব মোঃ শরিফুল ইসলাম
নবীনগর প্রতিনিধি: শিক্ষার আলো, ঘরে ঘরে জ্বালো। শিক্ষাই জ্ঞান, জ্ঞানই শক্তি। শিক্ষা ক্ষেত্রে প্রত্যেক শিক্ষার্থীকে পড়াশোনায় উদ্বুদ্ধ করে তুলতে প্রতি বছরের ন্যায় এবারও ডাঃ হামদু মিয়া স্মৃতি শিক্ষা বৃত্তি ২০১৬ প্রদান করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ইব্রাহিমপুর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রবিবার (০৩/০৯) সন্ধ্যায় শিক্ষা বৃত্তি ২০১৬ পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ডাঃ কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠান উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার সালেহীন তানভীর গাজী। প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপসচিব মোঃশরিফুল ইসলাম বলেন, আমরা যদি আমাদের সন্তান/ছাত্রকে যদি ভাল এবং বড় স্বপ্ন দেখান, তাহলে অবশ্যই সে ভাল পর্যায়ে পৌঁছতে পারবে। আর এর জন্য আমাদের প্রত্যেক শিক্ষক ও অভিভাবকের উচিত সন্তানদের প্রতি খেয়াল রাখা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মৌসুমী বাইন হীরা, জেলা পরিষদ সদস্য বোরহান উদ্দিন আহমেদ, ইউপি চেয়ারম্যান আবু মুসা, নবীনগর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু মুছা, প্রেসক্লাব সভাপতি মাহবুব আলম লিটন, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কল্লোল, বিজয় টিভি’র আঞ্চলিক প্রতিনিধি জালাল উদ্দিন মনির, নবীনগর ডট টিভির পরিচালক ও সম্পাদক সাইদুল আলম সোরাফ, সাংবাদিক মো. দেলোয়ার হোসেন প্রমূখ। ফ্রেন্ডস এসোসিয়েশন-৯৬ এর আয়োজনে অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, আল আমিন খন্দকার।