Main Menu

নবীনগরের বহুমুখী শিক্ষার মান উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবী ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা এবং গুণীজন সম্মাননা

+100%-


নবীনগর (ব্রা‏হ্মণবাড়িয়া) প্রতিনিধি: বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ণরত নবীনগরের জল্লি বাড্ডা গ্রামের শতাধিক মেধাবী শিক্ষার্থীদের নিয়ে ৬ বছর আগে ২০১১ সালে প্রতিষ্ঠিত হয় ‘বহুমুখী শিক্ষার মান উন্নয়ন ফাউন্ডেশন’ নামের একটি অরাজনৈতিক সামাজিক সংগঠন।
গতকাল সোমবার সন্ধ্যায় ওই ‘বহুমুখী শিক্ষার মান উন্নয়ন ফাউন্ডেশন’ এর উদ্যোগে জমকালো এক অনুষ্ঠানে এলাকার ০৯ জন অবসরপ্রাপ্ত শিক্ষক ও ৮৩ জন কৃর্তী শিক্ষার্থীকে ঘটা করে সংবর্ধনা দেয়া হয়।
জল্লিবাড্ডা নতুন বাজার প্রাঙ্গণে অনুষ্ঠিত ওই ব্যতিক্রমী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এলাকার প্রবীণ শিক্ষক হারুন-অর-রশীদ বিএসসি।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের সদস্য মোজাম্মেল হক ওরফে মোহন ডাক্তার।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সাংসদের পিএ এবি সিদ্দিক জাবেদ, সলিমগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ পরিদর্শক (এস আই) গোলাম সারোয়ার, আওয়ামীলীগ নেতা মাইন উদ্দিন আহমেদ, সাপতাহিক নবীনগরের কথা সম্পাদক গৌরাঙ্গ দেবনাথ অপু, নবীনগর প্রেসক্লাবের সভাপতি মাহাবুব আলম লিটন, জালাল উদ্দিন মনির, যুবলীগের কেন্দ্রীয় নেতা আলামিনুল হক, ভিপি মারুফ, সৈয়দ শাকিল, বড়িকান্দি ইউপি চেয়ারম্যান আনোয়ার পারভেজ, আওয়ামীলীগ নেতা লুৎফুর রহমান লাল মিয়া, বিএনপি নেতা গোলাম রব্বানী প্রমুখ।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ওই সংগঠনের খাদেম আলী, সবুজ আহমেদ, নাজমুল হক নান্নু, মনসুর সুমন, সোহেল আহমেদ, আমীরুল ইসলাম, ইমন আহমেদ প্রমুখ।
অনুষ্ঠান উপস্থাপনা করেন সংগঠনের নেতা মো: খবির উদ্দিন।
পরে সংবর্ধিত শিক্ষকমন্ডলি ও কৃর্তী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও মেডেন তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।
সবশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে বিশিষ্ট কন্ঠশিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন।
গভীর রাত পর্যন্ত চলা ওই অনুষ্ঠানে বিপুল পরিমাণ দর্শকের সমাগম ঘটে।






Shares