Main Menu

খুলল ফেসবুক

+100%-

Facebook m

২২ দিন বন্ধ রাখার পর অবশেষে ফেসবুক খুলে দিয়েছে সরকার। নিরাপত্তার কারণ দেখিয়ে ফেসবুকসহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যম গত ১৮ নভেম্বর বন্ধ করে দিয়েছিল সরকার। সচিবালয়ে বৃহস্পতিবার দুপুরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।
প্রতিমন্ত্রী জানান, ফেসবুক খুলে দিতে বিটিআরসিকে নির্দেশ দেওয়া হয়েছে। তবে নিরাপত্তার স্বার্থে ভাইবারসহ অন্যান্য অ্যাপস বন্ধ থাকবে। পরে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। ’

প্রতিমন্ত্রী বলেন, ‘সরকারের নির্দেশনা অনুযায়ী জনগণের স্বার্থে ফেসবুক খুলে দিচ্ছি।’ প্রতিমন্ত্রীর ঘোষণার পরও ফেসবুকে প্রায় ঘণ্টাখানিক প্রবেশ করা যায়নি। দুপুর ২টার পর ফেসবুক পেজ চালু হয়।

এ সময় দেশের নিরাপত্তার স্বার্থে সাময়িকভাবে ফেসবুক ব্যাবহার বন্ধের নির্দেশনা মেনে নেয়ায় ফেসবুক ব্যাবহারকারীদের ধন্যবাদ জানান প্রতিমন্ত্রী।

তিনি বলেন, ‘ফেসবুক বন্ধ রাখার জন্য দেশের অনেকেই আমাকে তিরস্কার করেছেন। কিন্তু তারাও ফেসবুক বন্ধ রাখার সরকারি সিদ্ধান্ত মেনে নিয়ে আমাদের সহযোগিতা করেছে। এ সহযোগিতার জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাই।’

গত ৬ ডিসেম্বর সচিবালয়ে ফেসবুকের এশিয় অঞ্চলের দুই প্রতিনিধির সঙ্গে বৈঠক করেন সরকারের তিন মন্ত্রী। ওইদিনের বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান জানান, ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। শিগগিরই ফেসবুক খুলে দেওয়ার ব্যপারে সিদ্ধান্ত হবে।






Shares