Main Menu

বাংলাদেশ মানবাধিকার কমিশন যুক্তরাজ্য শাখা কর্তৃক অ্যাড. লোকমান হোসেন সংবর্ধিত

+100%-

adv-lukman

ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি, শিক্ষানুরাগী আলহাজ্ব অ্যাড. লোকমান হোসেন বাংলাদেশ মানবাধিকার কমিশন যুক্তরাজ্য শাখা কর্তৃক সংবর্ধিত হয়েছেন। গত ১২ ডিসেম্বর ২০১৬ সন্ধ্যায় লন্ডনের ওয়েস্টমিনস্টারে এ সংবর্ধনা প্রদান করা হয়েছে। সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএইচআরসি’র যুক্তরাজ্য শাখার গভর্নর আব্দুল আহাদ চৌধুরী, বিএইচআরসি ইউরোপিয়ান এ্যাম্বাসেডর এম. শহীদুর রহমান, বিএইচআরসি ইইউ কো- অর্ডিনেটর তারাউল ইসলাম, বিএইচআরসি ইংল্যান্ড গভর্নর শাহীনুর খান, বিএইচআরসি’র লন্ডন গভর্নর মাসুদুল ইসলাম রুহুল, যুক্তরাজ্য বিএইচআরসি ইংল্যান্ড শাখার সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ বকর, মানবাধিকার নেতা ওস্তার আলীসহ যুক্তরাজ্যের বিভিন্ন শাখার মানবাধিকার কর্মকর্তাবৃন্দ সে সময় উপস্থিত ছিলেন।

সংবর্ধনার জবাবে আলহাজ্ব অ্যাড. লোকমান হোসেন বলেন, বাংলাদেশ মানবাধিকার কমিশন যুক্তরাজ্য শাখার সম্মানিত নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা ও ভালবাসায় সিক্ত আমি। এ সময় তিনি বাংলাদেশ মানবাধিকার কমিশন যুক্তরাজ্য শাখার কার্যক্রমের ভূয়সী প্রসংশা করে বাংলাদেশ মানবাধিকার কমিশনের কেন্দ্রিয় মহাসচিব, যুক্তরাজ্য শাখার সকল নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পরে আলহাজ্ব অ্যাড. লোকমান হোসেনের সম্মানে নৈশভোজের আয়োজন করা হয়।