মক্কায় বাংলাদেশী ১৮ জুয়াড়ি গ্রেপ্তার
সৌদি আরবের মক্কা নগরী থেকে পুলিশ একটি সমন্বিত সাঁড়াশি অভিযানে ১৮ বাংলাদেশীকে জুয়া খেলার অপরাধে গ্রেপ্তার করেছে। তবে প্রাথমিকভাবে তাদের পরিচয় প্রকাশ করা হয়নি। এ খবর দিয়েছে অনলাইন গালফ নিউজ। সৌদি আইনে জুয়া খেলা নিষিদ্ধ। গালফ কোঅপারেশন কাউন্সিলভুক্ত (জিসিসি) মধ্যপ্রাচ্যের বাকি দেশগুলোতেও জুয়া নিষিদ্ধ। এর মধ্যে লটারিও রয়েছে। আর সেখানে পবিত্র রমজান মাসে গোপনে জুয়ার আসর বসানো ঘোরতর অপরাধের তালিকায় পড়ে। ১৮ বাংলাদেশীকেই পাহাড়ের একটি গুহা থেকে হাতেনাতে গ্রেপ্তার করে পুলিশ। সন্দেহভাজন জুয়াড়িদের কাছে এ সময় ২০ হাজার রিয়াল বা বাংলাদেশী মুদ্রায় ৪ লাখ ১৫ হাজার ১৮৩ টাকা ছিল। প্রকৃত তথ্য উদঘাটনে তাদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। তদন্তও অব্যাহত রয়েছে। এরপর তাদের আদালতে পাঠানো হবে বলে জানা গেছে। |
« দুবাইয়ে শিশু ধর্ষণের দায়ে বাংলাদেশী গ্রেফতার (পূর্বের সংবাদ)